নভেম্বরে সাড়ে ৪% চীনে কয়লা উত্তোলন বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২৭ ১১:০১:১৯
কয়লা উত্তোলনকারী দেশগুলোর তালিকায় চীনের অবস্থান বিশ্বে প্রথম। চলতি বছর দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলনে চাঙ্গাভাব বজায় রয়েছে। এ ধারাবাহিকতায় সর্বশেষ নভেম্বরে চীনের খনিগুলো থেকে কয়লা উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৪ শতাংশ বেড়ে ৩২ কোটি টন ছাড়িয়ে গেছে। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া ও মাইনিংডটকম।
এনবিএসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের নভেম্বরে চীনের খনিগুলো থেকে সব মিলিয়ে ৩২ কোটি টনের সামান্য বেশি কয়লা উত্তোলন হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় গত নভেম্বরে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছে ৪ দশমিক ৫ শতাংশ। শুধু আগের বছরের একই সময়ের তুলনায় নয়, বরং গত অক্টোবরের তুলনায় নভেম্বরে চীনে কয়লা উত্তোলন ৮ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে এনবিএস। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে চীনের খনিগুলো থেকে সব মিলিয়ে ৩১ কোটি টন কয়লা উত্তোলন হয়েছিল। সে হিসাবে এক মাসের ব্যবধানে দেশটিতে অতিরিক্ত এক কোটি টন কয়লা উত্তোলন হয়েছে।
এদিকে চলতি বছর চীনে কয়লা উত্তোলনে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। বছরের প্রথম ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) দেশটির খনিগুলো থেকে সব মিলিয়ে ৩২১ কোটি টন কয়লা উত্তোলন হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে এনবিএস। এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ। ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য চীনা উত্তোলনকারীরা কয়লা উত্তোলন বাড়িয়ে দিয়েছে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
নিজস্ব খনিগুলো থেকে উত্তোলন বৃদ্ধির বিপরীতে গত নভেম্বরে আন্তর্জাতিক বাজার থেকে চীনে কয়লা আমদানি কমে গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে চীনে কয়লা আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছিল। তবে সর্বশেষ নভেম্বরে চীনের বাজারে জ্বালানি পণ্যটির আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ১ শতাংশ কমে গেছে।