কলমানিতে প্রতিদিন গড়ে ৮হাজার কোটি টাকা ধার নিচ্ছে বিভিন্ন ব্যাংক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-২৭ ১১:৩৯:৫২


আগামী নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততো ব্যাংক থেকে টাকা তোলার জন্য অস্থির হয়ে পড়ছে মানুষ।আর এই চাপ সামলাতে অধিকাংশ ব্যাংককে হিমশিম খেতে হচ্ছে। জানা গেছে এই নগদ টাকার চাহিদা মেটাতে এক ব্যাংক অন্য ব্যাংক থেকে কলমানিতে ধার নিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের এক সূত্রে জানা যায় কলমানি থেকে প্রতিদিন গড়ে প্রায় ৮হাজার কোটি টাকা ধার করেছে দেশের বিভিন্ন ব্যাংক।

সংশ্নিষ্টরা জানান, নির্বাচনে জনসাধারণের মাঝে প্রচুর কালো টাকার ছড়ানো হয়। আর এই কালো টাকা ছড়ানোর প্রস্তুতির অভিযোগে র‌্যাব ইতিমধ্যে অনেককেই গ্রেফতার করেছে।নির্বাচন কমিশন থেকে একজন প্রার্থীর সর্বোচ্চ ব্যয়সীমা ২৫ লাখ টাকা নির্ধারণ করে দেওয়া হলেও অনেক প্রার্থী তার চেয়ে বেশি খরচ করেন। এর মধ্যে অনেক প্রার্থী কোটি কোটি টাকা খরচ করে থাকেন। আর এই বিষয়কে লক্ষ্য রেখে কেন্দ্রীয় ব্যাংক দেশের অন্যান্য ব্যাংককে সতর্ক থাকতে বলেছে।

প্রাপ্ত তথ্য মতে, গত ২৪ ডিসেম্বর আন্তঃব্যাংকে কলমানিতে ৫ হাজার ২৭৬ কোটি টাকা লেনদেন হয়। এর আগে ১৭ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৬ কর্মদিবসে কয়েকটি ব্যাংক নিয়েছে ৪০ হাজার ৫৯৪ কোটি টাকা। প্রতিদিন গড়ে ৬ হাজার ৭৬৬ কোটি টাকার ধার নিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল দুপুর পর্যন্ত কয়েকটি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ৪০০ কোটি টাকা ধার নিয়েছে। আর গত ১৭ ডিসেম্বর থেকে ৬ কর্মদিবসে নিয়েছে ৫ হাজার ৭৮৬ কোটি টাকা। রেপো, বিশেষ রেপো এবং তারল্য সহায়তা হিসেবে এসব অর্থ নেয় ব্যাংকগুলো। ব্যাংকগুলোর বিভিন্ন ধরনের সিকিউরিটিজ বন্ধক রেখে ৬ থেকে ৯ শতাংশ সুদে এসব অর্থ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, আন্তঃব্যাংকে টাকা না পেলে ব্যাংকগুলো সাধারণত কেন্দ্রীয় ব্যাংকে আসে। চাহিদা বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক স্বল্প মেয়াদে টাকা দেয়। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে কোনো অসঙ্গতিপূর্ণ লেনদেন যেন না হয়, সে জন্য ব্যাংকগুলোকে আগে থেকেই সতর্ক করা হয়েছে।