রাজবাড়ীতে মার্কেন্টাইল ব্যাংকের ১৩৬তম শাখার শুভ উদ্বোধন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৩৬তম শাখা হিসেবে ‘রাজবাড়ী শাখা’ বুধবার উদ্বোধন করা হয়েছে। রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে রাজবাড়ী শাখার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসেন। সম্মানিত অতিথিদের মধ্যে আরও বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, রাজবাড়ী উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ খালেক, বিশিষ্ট ব্যাবসায়ী হাজী মোঃ দেলোয়ার হোসেন, রাজবাড়ী চেম্বারের পরিচালক মোঃ জাকির হোসেন ও রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার প্রমুখ।
বক্তারা মার্কেন্টাইল ব্যাংকের সাফল্য কামনা করেন। ব্যাংকের রাজবাড়ী শাখা প্রধান ও এফএভিপি মোঃ আবুল কালাম আজাদ আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তি, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীসহ বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংকের রাজবাড়ী শাখা- খোরশেদ প্লাজা, ২৪০ কলেজ রোড, ওয়ার্ড নং-০৮, পৌরসভা-রাজবাড়ী, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীতে অবস্থিত।