সপ্তাহের ও বছরের শেষ কার্যদিবস বৃহস্পতিবার উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন বছর নিয়ে আশার প্রদীপ জ্বালিয়েছে।
একইসঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৩২ পয়েন্টে এবং ডিএসই ৩০সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৮০ পয়েন্টে।
লেনদের হওয়া ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮২টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির।
আর দিনশেষে লেনদেন হয়েছে ৫৩৮ কোটি ৩৪ লাখ ২ হাজার টাকার। যা আগের দিনের চেয়ে ১৫০ কোটি ১০ লাখ টাকা বেশি। বুধবার ডিএসইতে ৩৮৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
অপরদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৪৯ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৩টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩২টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। সিএসইতে আজ মোট ৪১ কোটি ৪৭লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস