বিএনপির যোগ্যতা নিয়ে প্রশ্ন সেতুমন্ত্রীর
প্রকাশ: ২০১৫-১১-০৬ ১৭:২৬:০৬
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জাতীয় ঐক্য ও সংলাপের আহ্বান নাকচ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্য গঠন ও সংলাপের যোগ্যতা বিএনপির নেই।
আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনটির লেখক সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে এ বছর প্রকাশিত বইয়ের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২২ সদস্যকে সম্মাননা দেওয়া হয়েছে।
ওবায়দল কাদের বলেন, খালেদা জিয়া বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধ ষড়যন্ত্রে মেতে উঠেছেন। ওখানে বসে সংলাপের কথা চিন্তা করে লাভ নেই। বিদেশের মাটিতে বসে সংলাপ হয় না। সংলাপ করতে হলে একটা পরিবেশ লাগে। বিদেশি নাগরিক, পুলিশ, প্রকাশককে হত্যা করে সংলাপের পথ বন্ধ রুদ্ধ করা হয়েছে। কারা লেখক, পুলিশ, বিদেশি হত্যা করছে? সংলাপের জন্য যোগ্যতা, সাহস লাগে।
তিনি প্রশ্ন করেন, যাদের আন্দোলন করার শক্তি নেই, তারা কীভাবে সরকার পরিবর্তন করতে চায়?
আওয়ামী লীগের সভপতিমণ্ডলীর এই সদস্য বলেন, দেশে যেমন সাইনবোর্ড সর্বস্ব রাজনীতি আছে, তেমনি এখন কথাসর্বস্ব রাজনীতিও চলছে। লাগাম ছাড়া কথা দেশের জন্য বিপজ্জনক। তাই কথার লাগাম টানার পাশাপাশি আচরণে শুভবোধ ফিরে এলে দেশের সংকটও কেটে যাবে।
ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি, ডিআরইউর সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ প্রমুখ।