বছরের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১০ কোম্পানি লেনদেনে অংশ গ্রহণ করেছে। কোম্পানিগুলো ৬০ লাখ ৮৪ হাজার ১৩১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৩৫ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ট্রাস্ট্র ব্যাংকের। কোম্পানিটির মোট ৩৫ লাখ শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১১ কোটি ৬ লাখ টাকা।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মসিউটিক্যালস। কোম্পানির মোট ৩ লাখ ৭৫ হাজার ৫০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৯ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকা।
আর তৃতীয় অবস্থানে থাকা ব্রাক ব্যাংকের লেনদেন হয়েছে ১০ লাখ শেয়ার। যার বাজার দর ৭ কোটি ১৭ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি অটোকারসের ৩৬ লাখ ৫২ হাজার টাকা, কনফিডেন্স সিমেন্টের ৫২ লাখ ৬৫ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৩ লাখ ৫ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬৫ লাখ টাকা, রেনেটার ১ কোটি ২২ লাখ ৪১ হাজার টাকা, এসকে ট্রিমসের ৫ কোটি ১২ লাখ ৪২ হাজার টাকা এবং ইউনাইটেড পাওয়ারের ১১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস