মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন । অল্প আগে ইসি সচিবালয়ে ওই বৈঠক শুরু হয়। কূটনৈতিক সূত্র বলছে, নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইসি সচিবালয়ে গেছেন মার্কিন দূত।
সার্বিক পরিস্থিতি বিশেষত: ভোটারদের নির্বিঘ্নে, নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়া এবং ভোটে জনমতের সত্যিকারের প্রতিফলন দেখতে যুক্তরাষ্ট্রসহ বাংলাদেশের বন্ধু-উন্নয়ন সহযোগী রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা-সংগঠনের যে আকাঙ্খা সেটিই পূণর্ব্যক্ত করবেন তিনি।
সানবিডি/এনজে