‘অবুঝ দিনের গল্প’নাটকে অপূর্ব-তানজিন তিশা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-২৭ ১৮:১৫:০৯

সম্প্রতি নতুন একটি নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। নাটকের নাম ‘অবুঝ দিনের গল্প’। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।
এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। নাটকটি নিয়ে অপূর্ব বলেন, অনেকদিন পর শিহাব শাহীনের নির্দেশনায় কাজ করলাম। তার পরিচালনায় এর আগেও বেশ কিছু কাজ করেছি। তার লেখা গল্পে ভিন্নতা থাকে।
এ নাটকেও সুন্দর একটি গল্প রয়েছে। আশা করি, নাটকটি দর্শকদের পছন্দ হবে। তানজিন তিশা জানান, দারুণ একটি গল্প। কাজটি সবার পছন্দ হবে। এ নাটকে মেহেদী হাসান পিয়ালও অভিনয় করেছেন। প্রযোজনা করেছে জেএমআর এন্টারটেইনমেন্ট।
নির্মাতা শিহাব শাহীনও নাটকটি নিয়ে বেশ আশাবাদী। আজ রাত ৮টায় ‘অবুঝ দিনের গল্প’ নাটকটি আরটিভিতে প্রচার হবে বলে জানান নাটকটির পরিচালক শিহাব শাহীন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













