ভারতের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে ২০১৮ সালের সেরা একাদশ নির্বাচন করেছেন। বিখ্যাত এই ক্রিকেট বিশ্লেষকের পছন্দের একাদশে আছেন বাংলাদেশের টেস্ট ও টি ২০ অধিনায়ক সাকিব আল হাসান।
হার্শার সেরা একাদশে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন ভারতের রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। তিনে রেখেছেন তিনি ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। তারপরই আছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। উইকেটকিপার হিসেবে হার্শার পছন্দ আরেক ইংলিশ ক্রিকেটার জস বাটলার। আর অলরাউন্ডার আছেন দু’জন। বাংলাদেশের সাকিব ও শ্রীলংকার থিসারা পেরেরা।
স্পিনার হিসেবে ভোগলের দলে আছেন আফগানিস্তানের রশিদ খান ও ভারতের কুলদিপ যাদব। পেসার হিসেবে ভারতের জাসপ্রিত বুমরাহর সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।
ভোগলের সেরা একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, জো রুট, জস বাটলার, সাকিব আল হাসান, থিসারা পেরেরা, রশিদ খান, কুলদিপ যাদব, কাগিসো রাবাদা, জাসপ্রিত বুমরাহ।