দুই দিনব্যাপী ‘হোম ফেস্ট’ শুরু

প্রকাশ: ২০১৫-১১-০৬ ১৭:৪৬:০২


HomeFest Photo_01বাংলাদেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে হোম ডেকোরেশন এক্সপো। দুই দিনব্যাপী এই ফেস্টের আয়োজন করেছে উইন্ডমিল। শুক্রবার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশায় ফেস্টের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমাদ। শনিবার রাত ৮টা পর্যন্ত এই ফেস্ট চলবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইন্ডমিলের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুদ্দিন মোশারফ, প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান তানিম, ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ফিরোজ আহমেদ খান, সুপার স্টার গ্রুপ’র প্রধান বিপণন কর্মকর্তা আফতাব মাহমুদ খোরশেদ, ব্র্যাক-আড়ং-এর সিওও জনাব মোহাম্মদ আবদুর রউফ, বার্জার পেইন্টস এর জেনারেল ম্যানেজার মার্কেটিং একেএম সাদেক নেওয়াজ, অ্যাম্বার গ্রুপের পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান, আকতার গ্রুপের ব্যবস্থাপনা  পরিচালক কেএম রিফাতুজ্জামান, টাপারওয়্যার এর ন্যাশনাল সেলস ম্যানেজার মাইশা মাহজাবিন প্রমুখ।

IMG_9073‘হোম ফেস্ট ঢাকা ২০১৫’-এ ৩টি বিভাগে ১৭টি মডেল রুম প্রদর্শন করা হচ্ছে। যা ইন্টেরিয়র ডিজাইনের নানা উপাদান দিয়ে সাজানো হয়েছে। এই আয়োজনের সঙ্গে রয়েছে ব্র্যাক ব্যাংক, সুপার স্টার গ্রুপ (এসএসজি), আড়ং, বার্জার, অ্যাম্বার বোর্ড, আকতার ফার্নিচার ও টাপারওয়্যারসহ দেশের অন্যান্য স্বনামধন্য ব্র্যান্ড। হোম ফেস্টে রয়েছে তাদের দৃষ্টি নন্দন স্টল। যেখানে তাদের নানা পণ্য ও সেবার দিক তুলে ধরা এবং ক্রেতাদের কেনা কাটায় নানার রকম সুবিধা প্রদান করছে।

এদিকে ফেস্ট উপলক্ষে ইন্টেরিয়র ডিজাইন প্রতিযোগিতার মাধ্যমে ৫ জন এক্সপার্ট জাজের নির্বাচনে বাংলাদেশের সৃজনশীল তরুণ ইন্টেরিয়র ডিজাইনারদের খুঁজে বের করা হয়েছে। যাদের চূড়ান্ত নকশার আদলেই তৈরি করা হবে বিভিন্ন সাইজ ও ডিজাইনের বেড রুম, ড্রইং রুম, ডাইনিং রুম, কিচেনরুম, কিড্জ রুম ও বাথরুম।

‘হোম ফেস্ট ঢাকা ২০১৫’ নিয়ে উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান তানিম বলেন, ইন্টেরিয়র ডিজাইনের প্রয়োজনীয় বিভিন্ন অনুসঙ্গ খুজে পেতে আমাদের বিভিন্ন স্থানে যেতে হয়। তাই সবাইকে একসঙ্গে এক জায়গায় নিয়ে আসার জন্যই আমাদের এই আয়োজন।