সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৭৯ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২৯ ১১:৪৯:৩১
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৩৪ লাখ ৬২ হাজার টাকা। যা আগের সপ্তাহে ছিল ৭৭ কোটি ৭৯ লাখ ৬৩ হাজার টাকা। সেই হিসেবে সাপ্তাহিক ব্যাবধানে ব্লক মার্কেটে লেনদেন কমেছে ১ কোটি ৫৪ লাখ ৯৯ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এসকে ট্রিমসের শেয়ার। কোম্পানিটির মোট ২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার। কোম্পানির ৭৯ লাখ ২১ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- এমবি ফার্মার ১৭ লাখ ৩৬ হাজার, বিডি অটোসের ৮ লাখ ৫ হাজার, লিগ্যাসি ফুটওয়ারের ৬৭ লাখ ৩০ হাজার, মুন্নু সিরামিকের ৬৯ লাখ ৬১ হাজার, প্যাড়ামাউন্ট টেক্সটাইলের ৭ লাখ ১৪ হাজার এবং স্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৭ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির মোট ৫ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে এসকেট্রিমস। কোম্পানির ৪ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া বিডি অটোসের ৭২ লাখ ৮৮ হাজার, বিডি কম্পিউটার্সের ১৩ লাখ ৭৫ হাজার, জমুনা অয়েলের ৯১ লাখ ৯০ হাজার, মেঘনা লাইফের ১৬ লাখ, মুন্নু স্টাফলার্সের ১৩ লাখ ১১ হাজার, শুরিদ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ২৮ লাখ ১০ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ লাখ ৪৯ হাজার এবং স্কয়ার ফার্মার ১ কোটি ২৭ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে বুধবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এসকে ট্রিমসের শেয়ার। কোম্পানিটির মোট ৭ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানির ৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- বিডি অটোকার্সের ৫৯ লাখ, কনফিডেন্স সিমেন্টের ৬ কোটি ৬৯ লাখ ৭০ হাজার এবং স্কয়ার ফার্মার ৩৭ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বৃহস্পতিবার ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ট্রাস্ট্র ব্যাংকের। কোম্পানিটির মোট ৩৫ লাখ শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১১ কোটি ৬ লাখ টাকা।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মসিউটিক্যালস। কোম্পানির মোট ৩ লাখ ৭৫ হাজার ৫০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৯ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকা। আর তৃতীয় অবস্থানে থাকা ব্রাক ব্যাংকের লেনদেন হয়েছে ১০ লাখ শেয়ার। যার বাজার দর ৭ কোটি ১৭ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি অটোকারসের ৩৬ লাখ ৫২ হাজার টাকা, কনফিডেন্স সিমেন্টের ৫২ লাখ ৬৫ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৩ লাখ ৫ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬৫ লাখ টাকা, রেনেটার ১ কোটি ২২ লাখ ৪১ হাজার টাকা, এসকে ট্রিমসের ৫ কোটি ১২ লাখ ৪২ হাজার টাকা এবং ইউনাইটেড পাওয়ারের ১১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস