সপ্তাহজুড়ে ডিএসইতে বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২৯ ১২:০৩:০০


বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৮.৪৯ শতাংশ। আর প্রধান মূল্য সূচক ডিএসই এক্স বেড়েছে ২.২৯ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একইভাবে লেনদেন শেষ হযেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট এক হাজার ৬৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। তবে এর আগের সপ্তাহে লেনদেন হয় এক হাজার ৫০৯ কোটি টাকার। সেই হিসাবে আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ১২৮ কোটি টাকা বা ৮ দশমিক ৪৯ শতাংশ।

সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে  দশমিক ৮৬.৯৪ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে  ৪ দশমিক ৭৭ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৫ দশমিক ৪২ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ২  দশমিক ৮৭ শতাংশ।

ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে ২ দশমিক ২৯ শতাংশ বা ১২০.৩২ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে ২.১০ শতাংশ বা ৩৮ দশমিক ৬৭ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ১.৯৪ শতাংশ বা ২৩ দশমিক ৪৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১০টি কোম্পানির। আর দর কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আর লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৯৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার।  সার্বিক সূচক বেড়েছে ১ দশমিক ৯২ শতাংশ।

সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭২টি কোম্পানির। আর দর কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

সান বিডি/এসকেএস