সাপ্তাহিক দর পতনের শীর্ষে আনলিমা ইয়ার্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২৯ ১৬:২২:৩৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর দরপতনের শীর্ষে উঠে এসেছে আনলিমা ইয়ার্ন লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১২ দশমিক ৯১ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ১৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১০.৭৭ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এম.এল ডাইং লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৪৫ শতাংশ। গড়ে প্রতিদিন প্রায় ৬১ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ১২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এইচ আর টেক্সটাইল, ইস্টার্ন ক্যাবলস, লিবরা ইনফিউশন, অগ্রণী ইন্স্যুরেন্স, ইনটেক লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সান বিডি/এসকেএস