প্রথম ছবির পর এবার দ্বিতীয় ছবিতেও তাক লাগিয়ে দিলেন নবাব কন্যা সারা আলী খান। প্রথমদিনে বক্স অফিসে ‘সিম্বা’র শুরুটা বেশ ‘জবরদস্ত’ হয়েছে। প্রথমদিনেই ‘সিম্বা’র বক্স অফিস কালেকশন ১৮ কোটি ছাড়িয়েছে।
অন্যদিকে ফিল্ম সমালোচক রমেশ বালার দেওয়া তথ্য অনুসারে, এই সিম্বার প্রথমদিনের বক্স অফিস কালেকশন ২২ কোটি টাকা। যা নিঃসন্দেহে অসাধারণ বিষয়। সিম্বার প্রথমদিনের বক্স অফিসে কালেকশন ‘পদ্মাবত’-এর প্রথমদিনের বক্স অফিস কালেকশনকেও ছাপিয়ে গেছে।
মুক্তির পর প্রথমদিন সিম্বার বক্স অফিস কালেকশন ছিল ১৯ কোটি টাকা। সেখানে সিম্বার বক্স অফিস কালেকশন রয়েছে ২২ কোটি টাকা।
অনেকেই বলছেন, শাহরুখের জিরো নিয়ে সিনেমাপ্রেমীরা হতাশ হওয়ার পর রণবীরের সিম্বা দেখে সেই দুঃখ ভোলার চেষ্টা করছেন। এই ছবিতে রণবীরের পারফরম্যান্সে তাই উচ্ছ্বসিত দর্শকরা।