২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০১ ১২:৩২:০৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডকে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ (সিআরএবি) এ রেটিং দিয়েছে। সিভিওর ক্রেডিট রেটিং ঋণমান সার্ভিল্যান্স অনুসারে দীর্ঘ মেয়াদে ‘বিবিবি২’ পেয়েছে।।
কোম্পানিটি ৩০ জুন ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ (সিআরএবি) এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের রেটিং দিয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং ঋণমান সার্ভিল্যান্স অনুসারে দীর্ঘ মেয়াদে ‘এএ মাইনাস’ পেয়েছে।।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
সান বিডি/এসকেএস