পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ আধা ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে । হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- তাল্লু স্পিনিং, এমারাল্ড অয়েল, এমএল ডাইং, সোনারগাঁও টেক্সটাইল, শ্যামপুর সুগার মিলস, বেক্সিমকো সিনথেটিক্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোং. (বিআইএফসি) এবং জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দুপুর ২টার দিকে তাল্লু স্পিনিংয়ের ক্রেতার ঘরে ১০ হাজার ৭৯৩টি শেয়ার ৬.৬০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এমনি কোম্পানিটি আজ সার্কিট ব্রেকারও স্পর্শ করেছে। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বা ০.৬০ টাকা বেড়ে সর্বশেষ ৬.৬০ টাকায় লেনদেন হয়।
এমারাল্ড অয়েলের ক্রেতার ঘরে ১ লাখ ২২ হাজার ৩৯৫টি শেয়ার ১৬.৬০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ৯.৯৩ শতাংশ বা ১.৫০ টাকা বেড়ে সর্বশেষ ১৬.৬০ টাকায় লেনদেন হয়।
এমএল ডাইংয়ের ক্রেতার ঘরে ২ লাখ ৩৩ হাজার ৮২০টি শেয়ার ৩২.৬০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ৯.৭৬ শতাংশ বা ২.৯০ টাকা বেড়ে সর্বশেষ ৩২.৬০ টাকায় লেনদেন হয়।
সোনারগাঁও টেক্সটাইলের ক্রেতার ঘরে ২৫ হাজার ৬৮২টি শেয়ার ৩৫ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ৯.৭১ শতাংশ বা ৩.১০ টাকা বেড়ে সর্বশেষ ৩৫ টাকায় লেনদেন হয়।
শ্যামপুর সুগার মিলসের ক্রেতার ঘরে ৭৬১টি শেয়ার ৩৩.৩০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ৯.৬৪ শতাংশ বা ৩ টাকা বেড়ে সর্বশেষ ৩৪.১০ টাকায় লেনদেন হয়।
বেক্সিমকো সিনথেটিক্সের ক্রেতার ঘরে ৮৪ হাজার ৯১২টি শেয়ার ৮ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ৯.৫৮ শতাংশ বা ০.৭০ টাকা বেড়ে সর্বশেষ ৮ টাকায় লেনদেন হয়।
বিআইএফসির ক্রেতার ঘরে ৬ হাজার ৯৫১টি শেয়ার ৬.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ৮.৯২ শতাংশ বা ০.৫০ টাকা বেড়ে সর্বশেষ ৬.১০ টাকায় লেনদেন হয়।
জেএমআই সিরিঞ্জের ক্রেতার ঘরে ৩১ হাজার ৭০৬টি শেয়ার ২৭৬.৩০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ৮.৭৩ শতাংশ বা ২২.২০ টাকা বেড়ে সর্বশেষ ২৭৬.৩০ টাকায় লেনদেন হয়।
সান বিডি/এসকেএস