২০১৯ সালের প্রথম কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাপক উত্থান প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এ দিন উত্থান দিয়ে লেনদেন শুরু হয়ে উত্থানেই শেষ হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৪৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯০৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬৪টির, দর কমেছে ৫৪টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৩টির।
ডিএসইতে ৫৩০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন থেকে লেনদেন ৮ কোটি টাকা কমছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩৮ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৩০ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯৮টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দর। সিএসইতে মোট ২৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস