দর পতনের শীর্ষে ন্যাশনাল লাইফ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০১ ১৭:২৩:১৪
বছরের প্রথম কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায় বছরের শেষ কার্যদিবসে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ২১৬.২০ টাকায়। আজ বছরের প্রথম কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২০২.৮০ টাকায়। অর্থাৎ আজ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১৩.৪০ টাকা বা ৬.২০ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু জুট স্টাফলার্সের ৬.০৮ শতাংশ, কেয়া কসমেটিকসের ৬.০৬ শতাংশ, যমুনা অয়েলের ৫.০৯ শতাংশ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ৪.৪৬ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৩.৬৪ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৩.০৮ শতাংশ, নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিংয়ের ২.৭৪ শতাংশ, সোনালী আঁশের ২.৪৯ শতাংশ এবং পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ২.২৭ শতাংশ কমেছে।
সান বিডি/এসকেএস