বছরের প্রথম কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমএল ডাইং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায় বছরের শেষ কার্যদিবসে এমএল ডাইংয়ের শেয়ার দর ছিল ২৯.৭০ টাকায়। আজ বছরের প্রথম কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩২.৬০ টাকায়। অর্থাৎ আজ এমএমল ডাইংয়ের শেয়ার দর ২.৯০ টাকা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইন্দো-বাংলা ফার্মার ৯ শতাংশ, খুলনা পাওয়ারের ৮.৭৭ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৮.৭৪ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮.৬২ শতাংশ, বেক্সিমকোর ৮.৫১ শতাংশ, সিলভা ফার্মার ৭.৯৭ শতাংশ, বিবিএস কেবলসের ৭.৭৯ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৭.৫১ শতাংশ এবং পেনিনসুলার শেয়ার দর ৬.৯৪ শতাংশ বেড়েছে।
সান বিডি/এসকেএস