ভারতে গড়ে  ৪% চায়ের  দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-০২ ১০:১৬:৪৮


২০১৮ সালে ভারতে চা উৎপাদন বাড়তির দিকে ছিল। বিশেষত পশ্চিমবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিংয়ে অস্থিতিশীলতা কেটে গিয়ে চা উৎপাদন স্বাভাবিক হয়েছে। এর জের ধরে দেশটির বিভিন্ন প্রান্তের নিলামগুলোয় চায়ের সরবরাহ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে পানীয় পণ্যটির দাম। গত বছরের নভেম্বর পর্যন্ত ভারতের নিলামগুলোয় চায়ের গড় দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশের বেশি বেড়েছে। মূলত অভ্যন্তরীণ ও রফতানি বাজারে ক্রমবর্ধমান চাহিদা ভারতে চায়ের দাম বাড়িয়ে দিয়েছে। খবর বিজনেস লাইন।

২০১৭ সালের প্রথম ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) ভারতের নিলামগুলোয় প্রতি কেজি চায়ের গড় দাম ছিল ১৩২ দশমিক ৭৯ রুপি। এক বছরের ব্যবধানে ২০১৮ সালের জানুয়ারি-নভেম্বরে দেশটিতে পানীয় পণ্যটির গড় দাম বেড়ে দাঁড়ায় ১৩৮ দশমিক ২০ রুপিতে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫ দশমিক শূন্য ৭ শতাংশ বেশি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ভারতে চায়ের গড় দাম বেড়েছে কেজিতে ৫ দশমিক ৪১ রুপি।

গত জানুয়ারি-নভেম্বরে উত্তর ভারতের নিলামকেন্দ্রগুলোয় চায়ের গড় দাম দাঁড়ায় কেজিপ্রতি ১৪৯ দশমিক ৯৬ রুপিতে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ১৭ শতাংশ বেশি। অন্যদিকে গত জানুয়ারি-নভেম্বর দক্ষিণ ভারতে প্রতি কেজি চায়ের গড় দাম ছিল ১০০ দশমিক ৬৮ রুপি। এক বছর আগে এ অঞ্চলের নিলামগুলোয় পানীয় পণ্যটির গড় দাম দাঁড়িয়েছিল কেজিপ্রতি ৯৬ দশমিক ৯৩ রুপিতে।