প্রধানমন্ত্রীকে ডিএসইর অভিনন্দন
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০১-০২ ১০:৫৩:৫২
চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীকে অভিন্দন জানিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করায় দলের প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান-এর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর পরিচালনা পর্ষদ অভিনন্দন জানাচ্ছে।
বিগত দিনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে খ্যাত দেশের পুঁজিবাজার উন্নয়নে বহুমুখি উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। আগামী দিনেও এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিশ্বাস করে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ দেশের শিল্পোন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানীসহ সরকারের অবকাঠামোগত সকল উন্নয়নমূলক কাজের অংশীদার হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে- আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কার্স পার্টি তিন, জাসদ দুই, বিকল্পধারা দুই, তরিকত ফেডারেশন এক, জেপি একটি আসন পেয়েছে। বিএনপি জোট অর্থাৎ জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র সাতটি। এর মধ্যে বিএনপি পাঁচটি ও গণফোরাম দুটি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্রসহ অন্যরা জয় পেয়েছেন তিনটি আসনে। ঘোষিত হয়নি পার্বত্য রাঙ্গামাটি (২৯৯) অঞ্চলের ফলাফল।