নতুন বছরে স্বর্ণের দর ভরিতে এক হাজার ৫১৭ টাকা বাড়ল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-০২ ১০:৪২:৫০
নতুন বছরের প্রথম দিনেই দেশের বাজারে স্বর্ণের দর ভরিতে দর বাড়ানো হয়েছে এক হাজার ৫১৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর ফলে সবচেয়ে ভালো স্বর্ণ অর্থাৎ ২২ ক্যারেট মানের স্বর্ণের নতুন দর দাঁড়াল ৪৮ হাজার ৯৮৯ টাকা। আজ বুধবার ২ জানুযারি থেকে নতুন দর কার্যকর হবে।
এর আগে গত ২১ ডিসেম্বর স্বর্ণের দর ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। পরদিন সংবাদমাধ্যম এবং সারাদেশে বাজুসের সদস্যদের কাছে এ সিদ্ধান্ত জানানো হয়। অবশ্য মাঝ রাতে আবার দর অপরিবর্তিত রাখার কথা জানানো হয়।
ওই সময় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দর বৃদ্ধির সিদ্ধান্ত মাঝ রাতে প্রত্যাহার করা হয়। দোকান মালিকদের অনুরোধে বড়দিন ও ‘থার্টিফার্স্ট নাইট’ বা বছরের শেষ দিনের উৎসবকেও বিবেচনায় নেওয়া হয়।
সর্বশেষ গত ৫ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দর সমন্বয় করা হয়। গত ৫ মাস ধরে ২২ ক্যারেট মানের স্বর্ণ ৪৭ হাজার ৪৭২ টাকায় বিক্রি হয়।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













