তাদের পারফরমের মঞ্চ বিপিএল
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০২ ১০:৫৫:২৩

হাঁটুর অস্ত্রোপচারের পর বিপিএল দিয়েই আবার মাঠে ফিরছেন নাসির হোসেন। তাঁর সঙ্গী পেসার আল-আমিন হোসেন অবশ্য জাতীয় দলের জন্য বিবেচনার বাইরে চলে গেছেন আরো অনেক আগেই। এনামুল হক (বিজয়) বাদ পড়েছেন গত জুলাই-আগস্টের ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজের পর। এঁদের সঙ্গে সাব্বির রহমানের পার্থক্য হলো তিনি মাঠের বাইরের বিশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক ও ক্লাব ক্রিকেটে ভোগ করছেন ছয় মাসের নিষেধাজ্ঞা। তবে একটি ক্ষেত্রে তাঁরা সবাই অভিন্ন। জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন সবাই। আপাতত তাঁদের সবার জন্য পারফরম করার সেরা মঞ্চ বিপিএলই।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











