শেয়ার দর বৃদ্ধির শীর্ষে কাসেম ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০২ ১৫:৫২:৪৭
বছরের দ্বিতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কাসেম ইন্ডাস্ট্রিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৬.৫০ টাকা। বুধবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৫১.১০ টাকায়। অর্থাৎ কাশেম ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৪.৬০ টাকা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইর শেয়ার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৯.৭৩ শতাংশ, আজিজ পাইপসের ৯.৫০ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৮.৭৩ শতাংশ, মুন্নু সিরামিকের ৮.১০ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৭.৫৪ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৭ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৬.৯১ শতাংশ, সিলভা ফার্মার ৬.৭৭ শতাংশ এবং ইবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৬.৪৯ শতাংশ বেড়েছে।
সান বিডি/এসকেএস