
বিপিএলে একসময় ঢাকার ক্রিকেটারই ছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু এই দলটির হয়েই ফিক্সিংয়ে জড়িয়েছিলেন তিনি। যার জেরে, নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে আশরাফুলের ওপর। শেষ পর্যন্ত ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি আবারও ফিরে এলেন ক্রিকেটের মাঠে। ঘরোয়া ক্রিকেটে আগেই ফিরেছেন। এবার খেলবেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএলে।
প্লেয়ার্স ড্রাফটে আশরাফুলকে কিনে নিয়েছে চিটাগাং ভাইকিংস। দলটির হয়েই অনুশীলন শুরু করেছেন তিনি। সতীর্থদের অনেকের সঙ্গেই দেখা হয়েছে। ঘাম ঝরিয়েছেন। তবে, মিডিয়ার মুখোমুখি হননি তিনি।
আশরাফুল সম্পর্কে খালেদ মাহমুদ সুজনের মন্তব্য, এই বিপিএলটা অবশ্যই আশরাফুলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাই নিজেকে প্রমাণ করার জন্য তার সামনে অনেক বড় সুযোগ।
খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমি মনে করি, আশরাফুলের জন্য খুব গুরুত্বপূর্ণ (ফিরে আসাটা)। এত বছর পর সে ফিরে এসেছে। বাংলাদেশের এক সময়ের সবচেয়ে আশ্চর্য বালক ছিল আশরাফুল। নিষেধাজ্ঞার জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে দীর্ঘদিন। সুতরাং, অবশ্যই তার জন্য মাঠে ফিরে আসাটা গুরুত্বপূর্ণ। ছোট বেলা থেকেই খেলা পাগল একটা ছেলে সে। আমি মনে করি এই বিপিএলটা তার জন্য অনেক বড় সুযোগ, নিজেকে প্রমাণ করার।’