চীনে কয়লার বাজারে মন্দাভাব কাটছেই না। নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে বছর শেষ করেছে জ্বালানি এই পণ্যটি। গত বছরের সালের সর্বশেষ সপ্তাহে এসে চীনের বাজারে জ্বালানি পণ্যটির সাপ্তাহিক গড় দাম আগের সপ্তাহের তুলনায় টনে ১ ইউয়ান (চীনা মুদ্রা) কমেছে। শীত মৌসুমে বাড়তি চাহিদার বিপরীতে উত্তোলন বেড়ে যাওয়ার খবরে দেশটিতে কয়লার দাম কমে গেছে বলে জানান খাতসংশ্লিষ্টরা। খবর সিনহুয়া ও মাইনিং ডটকম।
কিনহুয়াংদাও ওশান শিপিং কোল ট্রেডিং মার্কেট কোম্পানি লিমিটেডের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের সর্বশেষ সপ্তাহে চীনের উত্তরাঞ্চলীয় বন্দরগুলোয় ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন কয়লার গড় দাম দাঁড়িয়েছে ৫৬৯ ইউয়ান বা ৮২ ডলার ৯১ সেন্টে। এর আগের সপ্তাহে দেশটিতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন কয়লা বিক্রি হয়েছিল ৫৭০ ইউয়ানে। সেই হিসাবে সপ্তাহান্তে চীনের উত্তরাঞ্চলে জ্বালানি পণ্যটির দাম টনে ১ ইউয়ান কমেছে। ২০১৭ সালের একই সময়ের তুলনায় গত বছরের শেষ সপ্তাহে চীনে কয়লার সাপ্তাহিক গড় দাম ১ দশমিক ৩৯ শতাংশ কম ছিল।
কয়লা উত্তোলনকারী দেশগুলোর তালিকায় চীনের অবস্থান বিশ্বে প্রথম। গত ডিসেম্বরের শেষ ভাগে এসে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস)। কয়লার বাজারে এর প্রভাব পড়েছে। এনবিএসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের নভেম্বরে চীনের খনিগুলো থেকে সব মিলিয়ে ৩২ কোটি টনের সামান্য বেশি কয়লা উত্তোলন হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় গত নভেম্বরে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছে ৪ দশমিক ৫ শতাংশ।
শুধু আগের বছরের একই সময়ের তুলনায় নয়, বরং গত অক্টোবরের তুলনায় নভেম্বরে চীনে কয়লা উত্তোলন ৮ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে এনবিএস। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে চীনের খনিগুলো থেকে সব মিলিয়ে ৩১ কোটি টন কয়লা উত্তোলন হয়েছিল। সেই হিসাবে এক মাসের ব্যবধানে দেশটিতে অতিরিক্ত এক কোটি টন কয়লা উত্তোলন হয়েছে। বাড়তি উত্তোলনের খবর বছর শেষে চীনের বাজারে কয়লার দাম কমাতে প্রভাবক হিসেবে কাজ করেছে।