ব্যাংক অব মঙ্গোলিয়া ২২ টন স্বর্ণ কিনেছে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-০৩ ১১:০৬:৩৭
চলতি বছর শেষে মঙ্গোলিয়ার সরকারি পর্যায়ে স্বর্ণ কেনার ক্ষেত্রে প্রবৃদ্ধির দেখা মিলেছে। এর মধ্যে বছরজুড়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব মঙ্গোলিয়া’ আন্তর্জাতিক বাজার ও ব্যক্তি পর্যায় থেকে সব মিলিয়ে ২২ টন স্বর্ণ কিনেছে। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া।
বিবৃতির তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ব্যাংক অব মঙ্গোলিয়া আন্তর্জাতিক বাজার ও ব্যক্তি পর্যায় থেকে সব মিলিয়ে ২০ টনের সামান্য বেশি স্বর্ণ কিনেছিল। চলতি বছর শেষে প্রতিষ্ঠানটির আওতায় মূল্যবান ধাতুটি কেনার পরিমাণ দাঁড়িয়েছে সব মিলিয়ে ২২ টনে, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ বেশি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে মঙ্গোলিয়ার কেন্দ্রীয় ব্যাংকের আওতায় স্বর্ণ কেনার পরিমাণ দুই টনের মতো বেড়েছে।
ব্যক্তি পর্যায় থেকে স্বর্ণ ক্রয় বাড়াতে ২০১৮ সালের মাঝামাঝি সময়ে বিশেষ উদ্যোগ নেয় ব্যাংক অব মঙ্গোলিয়া। মে মাসে চালু করা হয় ‘ন্যাশনাল গোল্ড টু দ্য ফান্ড অব ট্রেজারিস’ নামের একটি প্রকল্প। এর প্রভাব পড়েছে স্বর্ণ ক্রয়ে।