পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিট সিমেন্ট ও সাভার রিফ্রেক্টরিজ কর্তৃপক্ষ শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দেখা গেছে, আরামিট সিমেন্টের শেয়ার গত ২৩ ডিসেম্বর ছিল ১৮.৭০ টাকা। যা ২ জানুয়ারি লেনদেন শেষে ২৩.৩০ টাকায় দাড়িয়েছে। এ হিসাবে ৫ কার্যদিবসের ব্যবধানে শেয়ার দর বেড়েছে ৪.৬০ টাকা বা ২৫ শতাংশ।
গত ২৬ ডিসেম্বর সাভার রিফ্রেক্টরিজের শেয়ার দর ছিল ৯৬.৯০ টাকা। যা ২ জানুয়ারি লেনদেন শেষে ১২১.১০ টাকায় দাড়িয়েছে। এ হিসাবে ৩ কার্যদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ২৪.২০ টাকা বা ২৫ শতাংশ।
আরামিট সিমেন্ট ও সাভার রিফ্রেক্টরিজের শেয়ার দর এই অস্বাভাবিক হারে বাড়ার কারন অনুসন্ধানে ডিএসই কর্তৃপক্ষ তদন্ত করে। এর আলোকে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছেন, শেয়ার দর বাড়ার মতো অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।
সান বিডি/এসকেএস