উৎপাদন বাড়াতে যন্ত্রপাতি কিনবে সিনোবাংলা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৩ ১২:০৯:৪৫


যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের পরিাচলনা পর্ষদ। প্রতি মাসে ১৫০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ যন্ত্রপাতি ক্রয় করা হবে। এছাড়া কারখানার ২টি মেঝে (ফ্লোর) সংস্কার করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সিনোবাংলার উৎপাদন সক্ষমতা বাড়ানো ও মেঝে সংস্কারে প্রায় ১৫ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এ জন্য কোম্পানির নিজস্ব তহবিল ও ব্যাংক ঋণ থেকে অর্থায়ন করা হবে।

উল্লেখ্য, বুধবার (০২ জানুয়ারি) লেনদেন শেষে সিনাবাংলার শেয়ার দর দাড়িঁয়েছে ৫৩.১০ টাকায়

সান বিডি/এসকেএস