গান আবৃত্তি আর অভিনয়ে জমজমাট নটরডেম

প্রকাশ: ২০১৫-১১-০৬ ১৯:২৪:১৫


Notordemসৃজনশীল নাট্যচর্চায় একত্রিত হই এই শ্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী নটরডেম নাট্য দলের ৩ দিনব্যাপী নাট্য উৎসব ও কর্মশালার আয়োজন করা হয়। আজ ২য় দিন সকাল ৮.০০ টায় বাংলা অলম্পিয়াড প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়। তারপর মঞ্চে আসেন প্রখ্যাত অভিনেতা প্রাণ রায়। তিনি প্রশ্নের উওর দেন এবং অনুভুতি প্রকাশ করেন। পরে নটরডেম নাট্যদলের মডারেটর মোঃ আক্তারুজ্জামান তাকে সন্মাননা প্রদান করেন। নাট্য কর্মশালা পরিচালনা করেন প্রখ্যাত অভিনেত্রী লাকি ইনাম। তিনি মঞ্চ অভিনয় সম্পর্কে প্রশিক্ষন দেন। ড. মুন্নি সাহা সংবাদ ও সাংবাদিকতা সম্পর্কে কর্মশালা পরিচালনা করেন। অভিনয় করেন আবুল হায়াত। এছাড়াও তারকা শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাগতা, এলেন শুভ্র, মুনিয়া ইসলাম, আরফান আহমেদ, ফজলুর রহমান বাবু। নটরডেম নাট্যদলের মডারেটর মোঃ আক্তারুজ্জামান সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে সস্নাননা ক্রেস্ট প্রদান করেন। তারকারা সবাই আপন সংস্কৃতি লালন এবং ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার আহবান জানান। সর্বোপরি নাটক গান আবৃত্তি অভিনয়ের মধ্য দিয়ে জমে ওঠে নটরডেম কলেজ অডিটোরিয়াম।

নটরডেম নাট্যদলেরর সাবেক সভাপতি ও নাট্যদলেরর আজীবন সদস্য এম আর খান কানন বলেন, ছাত্রছাত্রীরা যত বেশী সংস্কৃতির সাথে জড়িত হবে ততই তারা মানবতা ও উদার হতে শিখবে। তিনি নটরডেম নাট্যদলের উওরোওর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য নটরডেম নাট্যদলের উৎসব ও কর্মশালা অনুষ্ঠানের অনলাইন পার্টনার দেশের অন্যতম অনলাইন সংবাদমাধ্যম সানবিডি২৪.কম।