১১ কোটি টাকা মূলধন বাড়বে জেএমআই সিরিঞ্জের
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৩ ১২:৩৫:০১
জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে জাপানি কোম্পানি নিপরো করপোরেশন। এ বিষয়ে জেএমআই সিরিঞ্জের পরিচালনা পর্ষদ সম্মতি প্রকাশ করেছে। তবে শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার সম্মতি সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন পাবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জেএমআই সিরিঞ্জ থেকে ১ কোটি ১১ লাখ শেয়ার কিনবো নিপরো করপোরেশন। যা নতুন করে ইস্যু করা হবে। এক্ষেত্রে জেএমআই সিরিঞ্জের পরিশোধিত মূলধন বাড়বে ১১ কোটি ১০ লাখ টাকা।
এদিকে নিপরো করপোরেশনের কাছে প্রতিটি শেয়ার কি দরে ইস্যু করা হবে, সে বিষয়ে আগামি ১৬ ফেব্রুয়ারি জেএমআই সিরিঞ্জের বিশেষ সাধারন সভায় (ইজিএম) নির্ধারন হবে। এক্ষেত্রে পরিশোধিত মূলধন ১১ কোটি ১০ লাখ টাকা বৃদ্ধি নিশ্চিত হলেও প্রিমিয়াম নির্ধারন হবে ওইদিন।
ইজিএমে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য ২৩ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।
সান বিডি/এসকেএস