পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি অটোকার্স এবং এমএল ডাইং ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরে বিডি অটোকার্স শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ ও ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ায় ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে এবং এমএল ডাইং শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ায় ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে।
আগামী ৬ জানুয়ারি থেকে কোম্পানি ২টির কার্যক্রম ‘এ’ ক্যাটাগরিতে শুরু হবে।
ক্যাটাগরি পরিবর্তন হওয়ার পর প্রথম থেকে ৩০ কার্যদিবস পর্যন্ত কোম্পানি ২টিতে বিনিয়োগের জন্য স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকার্সকে ঋণ সুবিধা বন্ধ রাখতে বলা হয়েছে।
সান বিডি/এসকেএস