ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি। হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- ইউনাইটেড ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, বীচ হ্যাচারি, বিকন ফার্মা, জনতা ইন্স্যুরেন্স এবং সি অ্যান্ড এ টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দুপুর ১২টার দিকে ইউনাইটেড ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ৭ লাখ ৬৯ হাজার ৩৪৯টি শেয়ার ৩১.০০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ৩১.০০ টাকা।
ফিনিক্স ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ৬ হাজার ২৬৫টি শেয়ার ৩১.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ৩১.১০ টাকা।
মেঘনা পেটের ক্রেতার ঘরে ২৮ হাজার ২১৮টি শেয়ার ২০.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ২০.১০ টাকা।
বীচ হ্যাচারির ক্রেতার ঘরে ১ লাখ ১৩ হাজার ৮৮২টি শেয়ার ১৫.৯০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ১৫.৯০ টাকা।
বিকন ফার্মার ক্রেতার ঘরে ৪৪ হাজার ২৫৬টি শেয়ার ১৮.৩০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ১৮.৩০ টাকা।
জনতা ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ১ লাখ ২০ হাজার ২৪৭টি শেয়ার ১৫.০০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ১৫.০০ টাকা।
সি অ্যান্ড এ টেক্সটাইলের ক্রেতার ঘরে ৪ লাখ ৭০ হাজার ৪৬৩টি শেয়ার ৫.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ৫.১০ টাকা।
সান বিডি/এসকেএস