জ্বালানি তেল উত্তোলন যুক্তরাষ্ট্রে রেকর্ড
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-০৩ ১৩:০৯:৫৪
কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের নিজস্ব কূপগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে চাঙ্গাভাব বজায় রয়েছে। এ ধারাবাহিকতায় ২০১৭ সালের নভেম্বরে দেশটির ইতিহাসে ১৯৭০ সালের পর সবচেয়ে বেশি জ্বালানি তেল উত্তোলন হয়েছিল। গত বছর যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল উত্তোলন খাত আরো চাঙ্গা হয়ে ওঠে। এ ধারাবাহিকতায় গত অক্টোবরে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন দেশটির ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল উত্তোলন নিয়ে গত সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। প্রতিবেদনে গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনের এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স ও অয়েলপ্রাইসডটকম।
ইআইএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ১ কোটি ১৫ লাখ ৩৭ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে। এ সময় দেশটির কূপগুলো থেকে আগের মাসের তুলনায় দৈনিক ৭৯ হাজার ব্যারেল অতিরিক্ত জ্বালানি তেল উত্তোলন হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ১ কোটি ১৪ লাখ ৫৮ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছিল। গত অক্টোবরে টেক্সাসের কূপগুলো থেকেই প্রতিদিন গড়ে ৪৭ লাখ ব্যারেল অতিরিক্ত জ্বালানি তেল উত্তোলন হয়েছে।
১৯৭০ সাল থেকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনের মাসভিত্তিক হিসাব নথিবদ্ধ করছে ইআইএ। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ১৯৭০ সালের পর থেকে ২০১৭ সালের নভেম্বরে দেশটিতে সবচেয়ে বেশি জ্বালানি তেল উত্তোলন হয়েছিল। ওই সময় মার্কিন কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ১ কোটি ৪ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে। এরপর গত বছর দেশটির জ্বালানি তেল উত্তোলন খাত আরো চাঙ্গা হতে শুরু করে। এর জের ধরেই গত অক্টোবরে রেকর্ড সর্বোচ্চ অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছে মার্কিন উত্তোলনকারীরা।