পাঠকদের ভোটে ফুটবল বিশ্বে সেরা মেসি

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৩ ১৩:২৬:৩৯


স্পেনের জনপ্রিয় সংবাদমাধ্যম মার্কার শীর্ষ ১০০ খেলোয়াড়ের মধ্যে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। পাঠকদের ভোটে বার্সেলোনা তারকা পুরস্কারটি পেতে পেছনে ফেলেন ব্যালন ডি অর জয়ী লুকা মদ্রিচকে।

মেসিই পরিষ্কার বিজয়ী উল্লেখ করে মার্কা আর্জেন্টাইন তারকার প্রশংসা করে বলেছে, মেসি ২০১৮ সালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জিতেছে। এছাড়া গত বছর লিগ ও ডাবল কাপ জেতেন বার্সেলোনা তারকা। সুতরাং ফুটবল বিশ্বে সেই সেরা।