পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপের ২ কোম্পানি ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের বোনাস লভ্যাংশ বিও হিসাবে ও নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে । কোম্পানিগুলো হলো- বিএসআরএম স্টিল ও বিএসআরএম লিমিটেড।
ডিএসইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে কোম্পানিগুলোর ঘোষিত বোনাস শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ার হোল্ডারদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে এবং ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
বিএসআরএম লিমিটেড:
কোম্পানিটি ৩০ জুন, ২০১৮সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।এর মধ্যে ১০শতাংশ স্টক ডিভিডেন্ড ও ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড রয়েছে।
বিএসআরএম স্টিল:
কোম্পানিটি ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে ১০শতাংশ স্টক ডিভিডেন্ড ও ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড রয়েছে।
সান বিডি/এসকেএস