
পর্তুগালের সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগে গড়ে তোলা হয়েছে উন্নত কৃষি ব্যবস্থা। ইউরোপের উন্নত দেশ পর্তুগালে কৃষি নিয়ে চলছে নানাবিধ গবেষণা। বাংলাদেশের জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’ টিম গিয়েছিল সেখানে। এমনটাই জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।
এবারের পর্বে দেখানো হবে পর্তুগালের ফাজান্দে নোভায় হুবেল কোম্পানির বাণিজ্যিক কৃষি খামার। যেখানে চারটি ভিন্ন ভিন্ন স্থানে ৪৯ একর জমিতে গ্রিন হাউস গড়ে উঠেছে।
বিশেষ এই প্রতিবেদন ‘হৃদয়ে মাটি ও মানুষ’-এ প্রচার হবে আগামী ৫ জানুয়ারি রাত ৯টা ৫০ মিনিটে। অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করছেন শাইখ সিরাজ। পুনঃপ্রচার হবে রবিবার বেলা সাড়ে ১১টায়।
তারা চাষ করছে রাসবেরি, স্ট্রবেরির মতো রঙিন ফল ফসল। রপ্তানিমুখী ফল উৎপাদনই হুবেল কোম্পানির মূল লক্ষ্য। শতকরা ৯০ ভাগ ফল তারা রফতানি করে। ফল উৎপাদনের পাশাপাশি উপজাত উৎপাদনের দিকেও শতভাগ চেষ্টা সেখানে লক্ষণীয়। আর তাই প্রতি মৌসুমে বাড়তি উৎপাদন করছে মধু।