সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর বুধবার ছিল ২৮.২০ টাকায়। বৃহস্পতিবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৩১ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোকেমিক্যালের ৯.৭৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৯.৬৩ শতাংশ, বিকন ফার্মার ৯.৫৮ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৯.৪৯ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৯.৩৫ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৮.৮৩ শতাংশ, লাফার্জহোলসিমের ৮.৭২ শতাংশ, এপোলো ইস্পাতের ৮.৩৩ শতাংশ এবং ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.২৫ শতাংশ বেড়েছে।
সান বিডি/এসকেএস