ব্লক মার্কেটে লেনদেন ৮ কোটি ৭২ লাখ টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৩ ১৬:৩৬:০৪


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৭ টি কোম্পানির ৮ কোটি ৭২ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির মোট ৬ কোটি ৫৬ লাখ ২২ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডায়িং। কোম্পানির ৮৪ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

বিবিএস কেবলস ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৬৬ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- আল-হাজ টেক্স ৫ লাখ ৪৬ হাজার, বিডিকম ৪২ লাখ ৭০ হাজার, ড্যাফোডিল কম্পিউটার ৫ লাখ ৫ হাজার এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এর ১২ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস