এএএমএল ইউনিট ফান্ডের আবেদন শুরু রোববার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৪ ১৪:৩৯:৪৩

বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ‘এএএমএল ইউনিট ফান্ডের আবেদন শুরু আগামী রোববার ৬ জানুয়ারী। চলবে ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৬২তম কমিশন সভায় এর প্রসপেক্টাস অনুমোদন দেয়া হয়। এই সংক্রান্ত প্রসপেক্টাসটি দৈনিক বণিকবার্তায় আজকে প্রকাশিত হয়েছে।
জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা অংশ ১ কোটি টাকা এবং সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ কোটি টাকা। যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে।
ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।
ফান্ডটির উদ্যোক্তা এবং সম্পদ ব্যবস্থাপক অ্যাসুরেঞ্জ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।
এছাড়া ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ার হিসেবে কাজ করছে যথাক্রমে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













