সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। আগের সপ্তাহ থেকে ডিএসইতে ৫১৩ কোটি ৮৯ লাখ ৮৪ হাজার ৬৪৯ টাকা বা ৩১.৩৮ শতাংশ লেনদেন বেশি হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৩ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ১৫১ কোটি ৫৪ লাখ ৪ হাজার ৬৭ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫১৩ কোটি ৮৯ লাখ ৮৪ হাজার ৬৪৯ টাকা বা ৩১.৩৮ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৩৭ কোটি লাখ ৬৪ লাখ ১৯ হাজার ৪১৮ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৭১৭ কোটি ১৮ লাখ ১ হাজার ৩৫৫ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৪০৯ কোটি ৪১ লাখ ৪ হাজার ৮৫৪ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৩০৭ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৪৭৯ টাকা বেশি হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০৫ পয়েন্ট বা ৩.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩৯ পয়েন্ট বা ৩.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৭১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬১ পয়েন্ট বা ৩.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯৪১ পয়েন্টে।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে মোট ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। এর মধ্যে ৩১২টির দর বেড়েছে, দর কমেছে ২৯টির ও শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে ৬টির।
সপ্তাহজুড়ে সিএসইতে ১২৪ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৩৮০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৯৬ কোটি ৫৬ লাখ ৬১ হাজার ৭৪ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৭১ কোটি ৫৮ লাখ ১২ হাজার ৬৯৪ টাকা বা ৩৬.৪১ শতাশ কমেছে।
বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭১৭ পয়েন্ট বা ৪.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ১৬৬ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৪২০ পয়েন্ট বা ৪.২২ শতাংশ, সিএসই-৫০ সূচক ৪৫ পয়েন্ট বা ৩.৮২ শতাংশ, সিএসই-৩০ সূচক ৩৬২ পয়েন্ট বা ২.৪৯ শতাংশ এবং সিএসআই ৪০ পয়েন্ট বা ৩.৬৭ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৩৬৭ পয়েন্টে, ১ হাজার ২৪৩ পয়েন্টে, ১৪ হাজার ৮৬২ এবং ১ হাজার ১১৬ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬৪টির, দর কমেছে ১৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮টির।
সান বিডি/এসকেএস