সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিবিএস কেবলস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৪ ১৫:৫৯:১০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিবিএস কেবলস লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে বিবিএস কেবলসের ৮৮ কোটি ৮৬ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন টার্নওভারের শীর্ষে উঠে আসে।
সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৮৫ লাখ ৩২ হাজার ১৪৪টি শেয়ার হাত বদল হয়েছে। আর গড়ে প্রতিদিন কোম্পানিটির ২৯ কোটি ৬২ লাখ ১৪ হাজার ৬৬৬ টাকার লেনদেন হয়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকোর ৭৭ কোটি ২৫ লাখ ৯৯ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭৬ কোটি ৫৮ লাখ ১৬ হাজার টাকার, সায়হাম কটনের ৬২ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার টাকার, ইফাদ অটোসের ৫৬ কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৪৯ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৪৮ কোটি ১১ লাখ ৪৫ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৪৪ কোটি ৭৮ লাখ ১৬ হাজার টাকার, শেফার্ডের ৩৩ কোটি ৪ লাখ ৯২ হাজার টাকার এবং বিডিকম অনলাইনের ৩১ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস