চাহিদা কমার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তামার দরপতন অব্যাহত।গত বৃহস্পতিবার লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) পণ্যটির দাম কমে দেড় বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে।
কিন্তু এর বিপরীতে শীর্ষ উৎপাদক চিলিতে পণ্যটির উৎপাদন বেড়ে গত নভেম্বরে দেশটিতে ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ তামা উৎপাদন হয়েছে।
এলএমইতে তামার দাম কমেছে ১ দশমিক ৮ শতাংশ। দিন শেষে পণ্যটির দাম টনপ্রতি ৫ হাজার ৭৩৬ ডলারে স্থির হয়। লেনদেনের এক পর্যায়ে পণ্যটির দাম ৫ হাজার ৭২৫ ডলারে নেমে আসে, যা ২০১৭ সালের জুনের পর থেকে সর্বনিম্ন। গত বুধবারও পণ্যটির দাম ২ দশমিক ১ শতাংশ কমেছিল।
ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান এবং উৎপাদন খাতে প্রত্যাশার চেয়ে কম প্রবৃদ্ধিও তামার দরপতনে ভূমিকা রেখেছে। দেশটি বৈশ্বিক চাহিদার ৮ শতাংশ তামা ব্যবহার করে।