পাঠ্যবই বিতরণে উৎসব মুখোর পিকার্ড কমিউনিটি স্কুল

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-০৫ ১১:৪০:২৭


পিকার্ড কমিউনিটি স্কুলে বৃহস্পতিবার পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সদস্য কোম্পানি পিকার্ড বাংলাদেশ লিমিটেডের স্থাপিত এই স্কুল।

সাভারের জিরাবোতে অবস্থিত পিকার্ড কমিউনিটি স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি, পিকার্ড বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও এলএফএমইএবির সভাপতি মোহাম্মদ সায়ফুল ইসলাম শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন। শিক্ষার্থীদের অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এলএফএমইএবির সভাপতি চলতি বছরে এলএফএমইএবির সদস্য কোম্পানিগুলোর সহযোগিতায় আরো দুটি কমিউনিটি স্কুল চালুর ঘোষণা দেন। এ দুটি স্কুল চালু হলে এলএফএমইএবি পরিচালিত কমিউনিটি স্কুলের সংখ্যা দাঁড়াবে ৫।

উল্লেখ্য, পিকার্ড বাংলাদেশ লিমিটেড ২০১৫ সালে পিকার্ড কমিউনিটি স্কুলটি চালু করে।