দেশীয় বাজারে হলুদের দাম কমেছে
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-০৫ ১৪:২৮:৫০
পার্বত্য চট্টগ্রাম খাতুনগঞ্জ থেকে বাজারে আসতে শুরু করেছে নতুন মৌসুমের দেশী হলুদ। যার ফলে সরবরাহ বাড়ায় বাজারে মসলাজাতীয় পণ্যটির দাম কমতে শুরু করেছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে খাতুনগঞ্জে মণপ্রতি (৩৭ দশমিক ৩২ কেজি) দেশী হলুদের দাম ৫৫০ টাকার বেশি কমেছে।
খাতুনগঞ্জের মসলা আমদানিকারক ও ব্যবসায়ীরা বলেন, বর্তমানে বাজারে প্রতি মণ দেশী শুকনা হলুদ বিক্রি হচ্ছে ৪ হাজার ৩০ থেকে ৪ হাজার ১০০ টাকায়। ১৫ দিন আগে একই হলুদ সর্বনিম্ন ৪ হাজার ৬৬৫ টাকায় বিক্রি হয়েছিল। এ হিসাবে পণ্যটির দাম মণপ্রতি অন্তত ৫৬৫ টাকা কমেছে। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি দেশীয় হলুদ বিক্রি হচ্ছে ১০৮ থেকে ১১০ টাকায়। ১৫ দিন আগে একই হলুদ ১২৫ টাকারও বেশি দামে বিক্রি হয়েছিল। অর্থাৎ কেজিপ্রতি দেশী হলুদের দাম অন্তত ১৫ টাকা কমেছে।