
বিপিএলের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপর রাইর্ডাসকে তিন উইকেটে হারিয়েছে চিটাগাং ভাইকিংস।
শুরুটা ভালো করতে পারেননি রংপুর রাইর্ডাসের ব্যাটসম্যানরা চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় মাশরাফি বিন মর্তুজার দল।
৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯.১ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চিটাগাং ভাইকিংস। চিটাগাং ভাইকিংসের পক্ষে ২৩ বলে সর্বোচ্চ ২৭ রান করেন মোহাম্মোদ শেহজাদ অধিনায়ক মুশফিকুর রহিম করেন ২৫ রান ফ্রাইলিঙক করেন ১২ রান এবং নাইম হাসান করেন ১০ রান।
রংপুরের পক্ষে অধিনায়ক মাশরাফি ৪ অভারে ২৪ রান দিয়ে নেন দুই উইকেট এছাড়া ফরহাদ রেজা, হাউয়েল এবং নাইম ইসলাম নেন ১ টি করে উইকেট।
এর আগে টসে হেরে রংপুর রাইডার্সের পক্ষে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৩ রানেই বরার্ট ফ্রিলিঙ্কের বলে শূন্য রানে এলবির ফাঁদে পড়েন ইংলিশ ওপেনার আলেক্স হেলস। এরপর কোনো রান না করে ফিরে যান মোহাম্মদ মিঠুনও। তাকে সরাসরি বোল্ড করেন ফ্রিলিঙ্ক। স্কোরবোর্ডে আর ৭ রান যোগ করে ফিরে যান রাইলি রুশো (৭)। তার উইকেটটি নেন আবু জায়েদ। দলীয় ১৪ রানের মাথায় মেহেদি মারুফকে (১) সানজামুলের ক্যাচ বানিয়ে তৃতীয় সাফল্য পান ফ্রিলিঙ্ক।
২৫ রানে বেনি হাওয়েলকেও হারায় রংপুর। তার উইকেটটি নেন অফস্পিনার নাঈম হাসান। এরপর ফরহাদ রেজাকেও তুলে নেন নাঈম। ৩১ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে রংপুর। এরপর মাঠে নামেন মাশরাফি। কিন্তু দলকে বিপর্যয় থেকে টেনে তুলতে পারেননি অধিনায়ক। মাত্র ২ রানেই খালেদ আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ৩৫ রানে সপ্তম উইকেট হারায় রংপুর।
তখন তো মনে হচ্ছিল পঞ্চাশ রানও তুলতে পারবে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কিন্তু শেষতক ২০ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রান তুলতে সক্ষম হয় দলটি। পুরো অবদান রবি বোপারার। অষ্টম উইকেটে সোহাগ গাজীকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন এই ইংলিশ অলরাউন্ডার। আবু জায়েদের বলে আউট হওয়ার আগে ৪৭ বলে করেন ৪৪ রান। তার লড়াকু ইনিংসটিতে ছিল তিনটি চার ও দুটি ছক্কার মার।
স্পিনিং অলরাউন্ডার সোহাগ গাজী করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান। চিটাগংয়ের পক্ষে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট দখল করেন দক্ষিণ আফ্রিকার পেসার রবার্ট ফ্রিলিঙ্ক। মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নেন অফস্পিনার নাঈম হাসান।
সানবিডি/এনজে