বিপিএল’র ২য় ম্যাচেই ঝড় তুললেন হজরতউল্লাহ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৫ ১৯:২৮:২৫

বিপিএলের ষষ্ঠ আসরের দ্বিতীয় ম্যাচেই রাজশাহী কিংসের বিপক্ষে ব্যাটিংয়ে ঝড় তুলেছেন আফগান ক্রিকেটার হজরতউল্লাহ জাইজি। ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলতে নেমেই রানের বন্যা বইয়ে দেন এই ক্রিকেটার।
উদ্বোধনী জুটিতে সুনীল নারিনকে সঙ্গে নিয়ে ১১৬ রানের জুটি গড়েন তিনি।
তাদের এই জুটি ভাঙেন মোহাম্মদ হাফিজ। ৩৮ রান করে ফেরেন নারিন। এরপর ব্যাটিংয়ে তাণ্ডব চালানো ঢাকার ওপেনার হজরতউল্লাহকে সাজঘরে ফেরান মিরাজ। ৪১ বলে চারটি চার ও সাতটি ছক্কায় ৭৮ রান করেন হজরতউল্লাহ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহী কিংসের বিপক্ষে ১৮ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ ১৫৯ রান।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












