আজ ২ কোম্পানির আইপিও আবেদন শুরু

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৬ ১১:১৩:১৮


পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ২ কোম্পানির আইপিও আবেদন আজ রোববার শুরু হচ্ছে। কোম্পানিগুলো হলো-এএএমএল ইউনিট ফান্ড ও এসকোয়্যার নিট কম্পোজিট। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এএএমএল ইউনিট ফান্ড: বেমেয়াদি এএএমএল ইউনিট ফান্ডের সাবস্ক্রিপশন শুরু হচ্ছে আজ (০৬ জানুয়ারি)। চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৬২তম কমিশন সভায় ফান্ডটির প্রসপেক্টাস অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা। উদ্যোক্তার অংশ ১ কোটি টাকা এবং বাকি ৯ কোটি টাকা বিনিয়োগকারীদের কাছে ইউনিট বিক্রি করে উত্তোলন করা হবে। ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা এবং সম্পদ ব্যবস্থাপক অ্যাসুরেন্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ট্রাস্টি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং কাস্টডিয়ান হিসেবে থাকছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এসকোয়্যার নিট কম্পোজিট: ৬ জানুয়ারি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদাগ্রহণ শুরু করবে এসকোয়্যার নিট কম্পোজিট লিমিটেড, যা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। এর আগে গত ৯ জুলাই শুরু করে ১২ জুলাই বিকাল ৫টা পর্যন্ত নিলামের মাধ্যমে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে দর গ্রহণ করে কোম্পানি। সেখানে কোম্পানিটির শেয়ারের কাট-অফ প্রাইস বা প্রান্তসীমা মূল্য নির্ধারণ হয় ৪৫ টাকায়। ১০ শতাংশ বাট্টায় সাধারণ বিনিয়োগকারীরা ৪০ টাকা দরে কোম্পানিটির শেয়ার কেনার আবেদন করবেন।

যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিডিং সম্পন্ন করার পর কোম্পানিটিকে মোট ৩ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৮৩৩টি প্রাথমিক শেয়ার ইস্যু করে ১৫০ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমতি দেয় কমিশন। এর মধ্যে ৪০ শতাংশ বা ১ কোটি ৪০ লাখ ৬২ হাজার ৫০১টি সাধারণ শেয়ার ৪০ টাক দরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। বাকি ৬০ শতাংশ বা ২ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৩৩২টি শেয়ার ৪৫ টাকা দরে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে।

জানা গেছে, আইপিওর মাধ্যমে উত্তোলিত ১৫০ কোটি টাকা থেকে ১০০ কোটি ৪২ লাখ টাকা দিয়ে ভবন নির্মাণ, ২১ কোটি ২৩ লাখ টাকা দিয়ে ইয়ার্ন ডায়িং মেশিন ক্রয়, ২১ কোটি ৯১ লাখ টাকা দিয়ে ওয়াশিং প্লান্টের মেশিন ক্রয় ও বাকি ৬ কোটি ৪৪ লাখ টাকা আইপিও বাবদ ব্যবহার করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।

এ কোম্পানির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির অনুমোদিত মূলধন ছিল ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা।

উল্লেখ্য, এসকোয়্যার নিট কম্পোজিট ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। আর ২০১৫ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হয় তারা। ১৭ বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটি এরই মধ্যে অনেক আন্তর্জাতিক সনদ অর্জন করেছে। কোম্পানিটির মূল পণ্য হচ্ছে পলো শার্ট, বেসিক টি-শার্ট ও ফ্যান্সি শার্ট। পণ্যগুলো রফতানি করা হয় জার্মানি, লন্ডন, ফ্রান্স, নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ডস, স্পেন, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, ভারতসহ বিভিন্ন দেশে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫২ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৪৫ টাকা ৮৩ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

সান বিডি/এসকেএস