মালয়েশিয়ান পাম অয়েল ২.৪% দাম বেড়েছে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-০৬ ১২:৩৩:০৩
জ্বালানি তেলের বাজারে চাঙ্গাভাবে আবার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম। মজুদ বৃদ্ধির কারণে আগের দিন কমলেও গত শুক্রবার দরবৃদ্ধিতে পণ্যটির লেনদেন শেষ হয়েছে। চলতি সপ্তাহে এ পর্যন্ত পণ্যটির দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। খবর রয়টার্স।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মার্চে সরবরাহের চুক্তিতে পাম অয়েলের দাম বেড়েছে ১ শতাংশ। দিন শেষে পণ্যটির দাম টনপ্রতি ২ হাজার ১৭২ রিঙ্গিতে (৫২৫ ডলার) স্থির হয়। এদিন ২৮ হাজার ১৯৭ লট (এক লটে ২৫ টন) পণ্য হাতবদল হয়। গত বৃহস্পতিবার পণ্যটির দাম কমেছিল দশমিক ৭ শতাংশ। মূলত মালয়েশিয়ায় মজুদ বৃদ্ধি নিয়ে উদ্বেগে এ পতন দেখা দেয়।
রয়টার্সের জরিপে দেখা গেছে, ডিসেম্বর শেষে মালয়েশিয়ায় পণ্যটির মজুদ সম্ভবত ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে ৩১ লাখ ৪০ হাজার টনে উন্নীত হয়েছে, যা ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ। জরিপে আরো জানা যায়, ডিসেম্বরে মালয়েশিয়া থেকে পণ্যটির রফতানি আগের মাসের চেয়ে সম্ভবত ৪ দশমিক ৭ শতাংশ বেড়ে ১৪ লাখ ৪০ হাজার টনে পৌঁছেছে। আলোচ্য মাসে উৎপাদন সম্ভবত ৩ দশমিক ৬ শতাংশ কমে ১৭ লাখ ৮০ হাজার টনে নেমে এসেছে। এ-সংক্রান্ত সরকারি তথ্য আগামী বৃহস্পতিবার প্রকাশ করার কথা রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চে সরবরাহের চুক্তিতে সয়াবিন তেলের দাম বেড়েছে দশমিক ৮ শতাংশ। চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে সয়াবিন তেলের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়েছে। এ বাজারে জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে পাম অয়েলের দাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ।
প্রসঙ্গত, পাম অয়েল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় উদ্ভিজ্জ তেল। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে পণ্যটি জৈব জ্বালানি হিসেবে ব্যবহূত হয়। এ কারণে প্রথাগত জ্বালানি তেলের দাম পাম অয়েলের বাজারেও প্রভাব বিস্তার করে। গত শুক্রবার জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে।