
বিপিএলের ষষ্ঠ আসরের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে আসরের অন্যতম সেরা দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট সিক্সার্স। ম্যাচের আলো অবশ্য দুই অজি তারকা স্মিথ এবং ওয়ার্নারের দিকে।এবারের বিপিএলের 'পোস্টার বয়' তারা। দু'জনের মুখোমুখি হওয়ার ম্যাচে প্রথমে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক স্মিথ। প্রথমবারের মতো বিপিএলে ব্যাট হাতে মাত করতে মাঠে নামবেন ওয়ার্নার।
টস জিতে বল করার ব্যাপারে ভিক্টোরিয়ান্স অধিনায়ক স্মিথ বলেন, প্রথমে বল করবো। আশা করছি শুরুটা আমরা ভালো করবো।দারুণ অনুশীলন ক্যাম্প হয়েছে আমাদের। দুই দিনে খেলোয়াড়দের সম্পর্কে বেশ ভালোই জেনেছি।
ওয়ার্নার বলেন, টস জিতলে বল নিতেন তিনিও। তবে ব্যাটিংয়ে ভালো শুরু করতে চান তারা। আমাদের দল আছে ওয়ার্কার ইউনুসের মতো একজন লিজেন্ড কোচের হাতের। তার অধীনে খেলতে পেরে আমি নিজেকে সম্মানিত মনে করছি
সিলেটে সিক্সার্স একাদশ: ডেভিড ওয়ার্নার (অধি.), লিটন দাস, নিকোলাম পরান, অলক কাপালি, সাব্বির রহমান, আফিফ হোসেন, আল আমিন হোসাইন, তৌহিদ হৃদয়, সন্দিপ লামিচানে, মোহাম্মদ ইরফান, তাসকিন আহদেম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: এভিন লুইস, তামিম ইকবাল, আনামুল হক, স্টিভ স্মিথ (অধি.), ইমরুল কায়েস, মেহেদি হাসান, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ।